টেলিযোগাযোগমন্ত্রী বললেন

চিকিৎসা সেবা বদলে দেবে ফাইভজি

ফাইভজি প্রযুক্তি সম্প্রসারিত হলে প্রত্যন্ত গ্রামে বসেই চিকিৎসা করানোর সুযোগ আসছে। শনিবার নারীরোগতত্ত্ব বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন এন্ডোমেট্রিওসিস এডেনোমিওসিস সোসাইটি অব বাংলাদেশ (ইএএসবি) আয়োজিত ফার্স্ট ভার্চুয়াল ইন্টারন্যাশনাল কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি আরো বলেন, ‘ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট সফলতার সঙ্গে দেশের ৮০টি উপজেলায় চিকিৎসাকেন্দ্র পরিচালনা করছে। ফোরজি প্রযুক্তি দিয়েই দেশে টেলিমেডিসিনসেবা সম্প্রসারণ করা হয়েছে।’

ইএএসবি সভাপতি অধ্যাপক শামেলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক সালেহা বেগম চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সংগঠনের কর্মকর্তা অধ্যাপক শাহানারা চৌধুরী, অধ্যাপক এম এ তাহের ও অধ্যাপক মলয়কান্তি চক্রবর্তী অনুষ্ঠানে বক্তৃতা করেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ