চার দফা দাবিতে বাগাতিপাড়া স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

বাগাতিপাড়া প্রতিনিধি:
পদমর্যাদা ও বেতন স্কেল উন্নীতকরণসহ চার দফা দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে স্বাস্থ্য সহকারীরা। সোমবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৬ জন স্বাস্থ্য সহকারী এ কর্মসূচী পালন করছে।

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন নামের স্বাস্থ্য সহকারীদের সংগঠনের ডাকা পুর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে তারা এ কর্মবিরতি পালন করছে। তাদের চার দফা দাবি না মানা পর্যন্ত তারা এ কর্মবিরতির কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।

দাবির মধ্যে রয়েছে- স্বাস্থ্য সহকারীদের বর্তমান পদকে টেকনিক্যাল পদ মর্যাদায় উন্নীত করা। এতে বর্তমান বেতন স্কেল ১৬ থেকে ১৪-তে উন্নীত করতে হবে। জনসংখ্যা অনুপাতে প্রতি ছয় হাজারে একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ দিতে হবে। স্বাস্থ্য সহকারীদের মূল বেতনের ৩০ শতাংশ ঝুঁকিভাতা দিতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে পোষ্য কোটা প্রণয়ন করতে হবে।

উল্লেখ্য, গতকাল রোববার সকালে চার দফা দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় টিকার মনি পতাকা গায়ে জড়িয়ে অবস্থান কর্মসূচী পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৬ জন স্বাস্থ্য সহকারী এ অবস্থান কর্মসূচী পালন করে।

স/অ