চারঘাটে মালগাড়ি লাইনচ্যুত: রাজশাহী থেকে ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর চারঘাটের হলিদাগাছী স্টেশন এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। শনিবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনার পরে রাজশাহী থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এদিকে লাইনচ্যুত হওয়া মালগাড়িটি উদ্ধার কাজ শুরু করেছে রিলিফ ট্রেন।

এদিকে চারঘাটে ট্রেন লাইনচ্যুতের পরে রাজশাহী থেকে সকালে ঢাকাগামী সিল্কসিটি, খুলনাগামী সাগরদাঁড়ি, চিলাহাটিগামী তিতুমির ট্রেনও গন্তব্যস্থলের দিকে রওনা হতে পারেনি। এতে রাজশাহী স্টেশনে আটকা পড়ে শত শত যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত তিনটার দিকে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি মালবাহী ট্রেন চারঘাটের হলিদাগাছী স্টেশনের ৫০০ গজ পশ্চিমে লাইনচ্যুত হয়। এ ঘটনার পরে রাজশাহী থেকে আর কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি। এতে করে চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। নির্দিষ্ট সময়ে ট্রেন না ছাড়তে পারায় রাজশাহী স্টেশনে আটকা পড়েন যাত্রীরা।

রাজশাহী স্টেশন ম্যানেজার আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধার তৎপরতা চলছে। ঈস্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজে অংশ নিয়েছে।

স/আর