চারঘাটে ছাত্রলীগ পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় ‍যুবক আটক

চারঘাট প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে ছাত্রলীগের সভাপতি পরিচয় দিয়ে ঠিকাদারের কাছে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রলীগের সভাপতির হাতে আটক হয়েছেন এক যুবক। পরে আটককৃতকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃত যুবক পার্শ্ববর্তী বাঘা উপজেলার বকুলতলা গ্রামের মজিবুল খ্যাপার ছেলে আশিক হোসেন (২৬) বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার জানান, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর চারঘাট জোনাল অফিসের ভবন নির্মাণের কাজ করছিলেন ঠিকাদার আব্দুল মালেক। আব্দুল মালেকের সাইড দেখাশোনা করেন মোফাজ্জল হোসেন। তার কাছে গত কয়েকদিন থেকে আশিক নামের এক যুবক ছাত্রলীগের সভাপতি পরিচয় দিয়ে চাঁদা দাবি করে আসছিলেন। পরে সোমবার প্রতারক আশিক চাঁদা নিতে আসলে আবারো ছাত্রলীগের সভাপতির পরিচয় দেয়।

এসময় ফোন পেয়ে ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার ঘটনাস্থলে গিয়ে প্রতারক আশিককে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে মোফাজ্জল হোসেন জানান, ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষারের পরিচয় দিয়ে ইতিপুর্বে কয়েকবার চাঁদা নিয়ে গেছে আশিক। আবারো চাঁদা নিতে আসলে তুষারকে ফোন দিলে তুষার এসে তাকে পুলিশে সোপর্দ করে।
চারঘাট জোনাল অফিসের ডিজিএম মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই যুবককে পুলিশে সোপর্দ করা হয়েছে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, তুষারের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আশিক নামের ওই যুবককে আটক করে থানায় নিয়েছে। তবে এ বিষয়ে ভুক্তভোগী ব্যক্তি লিখিত কোনো অভিযোগ দেয়নি। তথ্য প্রমাণে চাঁদাবাজির ঘটনা ঘটে থাকলে অবশ্যই আইনী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

স/শা