চাকরির পরীক্ষায় কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে রাজধানীতে সাইকেল র‌্যালি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষাসহ সব চাকরির পরীক্ষার ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে রাজধানীতে সাইকেল র‌্যালি করেছেন চাকরি প্রার্থীরা।

রবিবার (১১ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে অবস্থিত সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’-এর ব্যানারে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি দোয়েল চত্বর হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল কলেজ, ঢাকা মেডিক্যাল কলেজ, বুয়েট, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ প্রদক্ষিণ করে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গন্থাগারের সামনে এসে শেষ হওয়ার কথা রয়েছে।

আন্দোলনকারীদের ৫ দফা দাবি হলো- কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬ থেকে ১০ শতাংশে নিয়ে আসতে হবে, কোটায় কোনও ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না, সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাট মার্কস ও বয়সসীমা নির্ধারণ করতে হবে, কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য থাকা পদগুলো মেধায় নিয়োগ দিতে হবে।

এ ব্যাপারে চাকরি প্রার্থী মো. শহীদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা দাবি করছি কোটা সংস্কারের জন্য, কোটা বাতিলের জন্য না। কোটা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার জন্য। দেখা গেছে কোটার কারণে মেধাবীরা যোগ্যতা থাকার পরও চাকরি পাচ্ছে না।’

আলী আক্কাছ নামের অন্য একজন চাকরি প্রার্থী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা দাবি করছি কোটার বৈষম্য কমানোর জন্য। কিন্তু একশ্রেণির মানুষ বিষয়টি বুঝতেছে না । আমরা তো মুক্তিযোদ্ধা কোটা বাদ দেওয়ার জন্য দাবি করছি না। কোটার বিশাল বৈষম্য কমিয়ে আনার জন্য দাবি জানাচ্ছি ’

বাংলা ট্রিবিউন