চাঁপানবাবগঞ্জে তিন জেএমবি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের চররানীনগর (বকচর) এলাকা থেকে ‘জামায়েতুল মুজাহেদীন বাংলাদেশ’ (জেএমবি) এর তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫।

গ্রেফতারকৃত হলেন, চাঁপাইনবাবগঞ্জের চররানীনগর (বকচর) এলাকার মফিজুল বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম বাবু (৩০), নজরুল ইসলামের ছেলে হোসেন আলী (৩৯)। এছাড়া রাঘবপুর এলাকার ছাকিম আলীর ছেলে জিয়াউল হক (৩৩)।

র‌্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল চররানীনগর (বকচর) গ্রামের অভিযান চালায়। এ সময় গ্রেফতারকৃতরা বাঁশ ঝাড়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি’র সক্রিয় সদস্যরা গোপন বৈঠক করছিল।

এ সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে তিনটি উগ্রবাদী বই, ২০টি লিফলেট, ৩টি মোমাবাতি, ১টি টর্চ লাইট, জঙ্গী সংক্রান্ত ৪টি রেজিস্টার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর সন্ত্রাস বিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।