চাঁপাইয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

ভ্রামম্যাণ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার শিকারি গ্রাম থেকে এক যুবকের গুলবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গিলাবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে ওই যুবক নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত ব্যক্তি হচ্ছে, জেলার ভোলাহাট উপজেলার শিকারি গ্রামের এরফান আলীর ছেলে সাইদুল ইসলাম (২৮)।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসিন রেজা নিহতের পিতা এরফান আলীর উদ্ধৃতি দিয়ে জানান, রোববার দিবাগত রাত দশটার দিকে কয়েকজন বাংলাদেশী গরু ব্যবসায়ী গিলাবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফ গুলি করে। এসময় সাইদুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।

পরে তার সঙ্গীরা সাইদুলের মুতদেহ তার বাড়িতে নিয়ে আসে। এ সংবাদ পেয়ে রাত সাড়ে তিনটার দিকে নিহতের বাড়ির সামনে থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। তার পেটের ডান দিকে গুলি বিদ্ধের চিহ্ন পাওয়া গেছে বলে জানায় ওসি।

চাঁপাইনবাবগঞ্জ-৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রাশেদ আলী জানান, বিষয়টি তারা জেনেছেন। নিহতের বাড়ি সীমান্ত থেকে সাড়ে চার কিলোমিটার দুরে। তার বাড়ির সামনে লাশ পাওয়া গেছে। বিএসএফের গুলিতে মারা গেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

ময়না তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। যদি বিএসএফের গুলিত মারা যায় তবে আমরা এর তিব্র প্রতিবাদ জানাবো।

 

স/আ