চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের দুই সহ-সভাপতিসহ ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: 
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে জাতীয় পার্টি, জাকের পার্টি, এনপিপি ও স্বতন্ত্রসহ ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। এছাড়াও
১৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। সোমবার (৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে এইসব মনোনয়নপত্র বাতিল ও বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ভোটার তালিকায় মৃত ব্যক্তির সাক্ষর থাকায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম, ভোটার
তালিকায় গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী শফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সম্পদের বিবরণ না থাকায় জাকের পার্টির মো. মানিক
এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ভোটার তালিকায় গরমিল থাকায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্বতন্ত্র প্রার্থী ডা. গোলাম রাব্বানী, ঋণখেলাপী থাকায় জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মুকুল এবং সম্পদের বিবরণ না দেয়ায় এনটিপির নাহিদ আহমেদের মনোনয়ন বাতিল করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সাংসদ ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি গোলাম রাব্বানী
(আওয়ামীলীগ), জাতীয় পার্টির অধ্যাপক আফজাল হোসেন, বিএনএফ মনোনীত নূরুল ইসলাম জেন্টু, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মো. শামসুল হোদা, এনপিপি মনোনীত প্রার্থী আব্দুল হালিম ও জাকের পার্টি মনোনীত মো. আব্দুর রহিমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে নৌকার প্রার্থী বর্তমান সাংসদ মুহা. জিয়াউর রহমান, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি গোলাম
মোস্তফা বিশ্বাস (আওয়ামীলীগ), স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম বাচ্চু (আওয়ামীলীগ), বাংলাদেশ কংগ্রেস মনোনীত আব্দুল্লাহ আল মামুন, জাতীয় পার্টির অ্যাডভোকেট আব্দুর রশীদ এবং বিএনএফ মনোনীত আজিজুর রহমানের মনোনয়ন বৈধ হয়েছে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে নৌকার প্রার্থী বর্তমান সাংসদ আব্দুল ওদুদ, বিএনএম মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মতিন, বিএনএফ মনোনীত
কামরুজ্জামান খান ও জাকের পার্টি মনোনীত বাবলু হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।