চাঁপাইনবাবগঞ্জে ৩টি ওয়ান শুটার পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আবারো পরিত্যক্ত অবস্থায় ৩টি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার মনাকষা ইউনিয়নের মাসুদপুর বিওপি’র তারাপুর মাঠ এলাকায় অস্ত্রের চালান নিয়ে দুজন অস্ত্র চোরাকারবারি ভারত হতে বাংলাদেশে আসছে- এমন তথ্যের ভিত্তিতে রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মুশফিকুর রহমান মাসুম ও ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সারোয়ার, পিএসসির নেতৃত্বে মাসুদপুর বিওপির একটি টহল দল অভিযান চালায়। এসময় টের পেয়ে অস্ত্র চোরাকারবারীরা জঙ্গলে ৩টি ওয়ান শুটার পিস্তল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সেগুলো উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা বলে জানায় বিজিবি। উদ্ধারকৃত অস্ত্র শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক সাজ্জাদ সরোয়ার।

স/শা