চাঁপাইনবাবগঞ্জে ১০০ ছাড়ালো করোনার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:


করোনা ভাইরাসের ছোবলে চাঁপাইনবাবগঞ্জের আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনার শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১০২ জন। এদিকে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরো ৪০ জন।

চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে- শুক্রবার (২৫ জুন) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নতুন যে প্রতিবেদন এসেছে তাতে করোনা আক্রান্ত হয়ে ৩ জন ও ২৫০ শয্যর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ১ জন মারা যাওয়ার তথ্য বলা হয়েছে। নতুন মৃত্যু ৪ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনার শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১০২ জন। করোনার প্রথম ঢেউ অর্থাৎ গতবছরে করোনায় জেলায় মারা গেছিলেন ১৪ জন। আর দ্বিতীয় ঢেউ মারা গেছেন ৮৮ জন।

এদের মধ্যে সদর উপজেলার ৬৭ জন, শিবগঞ্জ উপজেলার ২৩ জন, গোমস্তাপুর উপজেলার ৬ জন, নাচোল উপজেলার ৪ জন ও ভোলাহাট উপজেলার ২ জন রয়েছে। এদিকে, ২৫০ শয্যর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে আরো ১ জনের মৃত্যু হয়েছে।