চাঁপাইনবাবগঞ্জে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল নির্মাণ: ১৬ কোটি টাকার টেন্ডারে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল নির্মাণের ১৬ কোটি টাকার টেন্ডারে অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যভস্থাসহ টেন্ডারটি বাতিল করে নতুন করে আহŸানের দাবি জানিয়েছেন এক ঠিকাদার। মীম ডেভলোপম্যান্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান গত ২ অক্টোবর গণপূর্ত প্রকৌশল অধিপ্তরের প্রধান প্রকৌশলীর নিকট লিখিত এ অভিযোগ করেছেন। অভিযোগের একটি কপি তিনি কালের কণ্ঠকেও দিয়েছেন।

অভিযোগে বলা হয়, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল নির্মাণের জন্য একটি টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর গত ২৭ সেপ্টেম্বর ওই টেন্ডারটি ওপেন করা হয়। কিন্তু টেন্ডারটি দাখিল করার সময় বিলো অব কোয়ান্টিটি পূরণ করতে অভিযোগকারী ঠিকাদার দেখেন দরপত্রের ১৬৩ নম্বর আইটেমে লাইম ট্র্যাকিং কোয়ান্টিটি কিউএম এর স্থলে লিখা আছে এসইউএম। এছাড়াও ঠিকাদার জানতে পারেন ওই কাজটি পছন্দের ঠিকাদারকে পাইয়ে দিতে সংশ্লিষ্ট দপ্তর থেকে গোপনে প্রাক্কলনমূল্যও সরবরাহ করা হয়েছে।

অভিযোগকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্বাধীকারী বজলুর রহমান তারেক বলেন, ‘অত্যান্ত সুকৌশলে ওই কাজটি পছন্দের ঠিকাদারকে পাইয়ে দিতে গণপূর্ত প্রকৌশল অধিপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জোনের নির্বাহী প্রকৌশলী মহসিন মিঞা বিভিন্ন অনিয়মের আশ্রয় নিয়েছেন। তার মধ্যে টেন্ডারের শর্তে পরিবর্তন করা এবং গোপনে দরপত্রে প্রাক্কলন ব্যয় একজনকে দিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে।’

এদিকে চাঁপাইনবাবগঞ্জের ঠিকাদাররা অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে একই কৌশলে এই দপ্তরের বড় ধরনের সব কাজ একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। যাতে করে অন্যান্য ঠিকাদাররা এসব কাজ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি কাজ পাওয়ার আশায় লাখ লাখ টাকার টেন্ডার গ্যারান্টি দিয়েও ক্ষতিগ্রস্থ হচ্ছেন অনেকে।
এসব বিষয়ে জানতে চাইলে গণপূর্ত প্রকৌশল অধিপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জোনের নির্বাহী প্রকৌশলী মহসিন মিঞা বলেন, ‘টেন্ডারে কিছু ভুল থাকলে সংশোধনীর সুযোগ আছে। কিন্তু এই ধরনের অভিযোগ আমার কাছে আসেনি। এছাড়াও টেন্ডারের গোপন দর আমি কাউকে দেয়নি। কোনো ঠিকাদার হিসেব-নিকেশ করে নির্দষ্ট দর বের করতে পারলে আমার কিছু করার থাকে না।’

এক প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘একজন ঠিকাদর কিভাবে নির্দিষ্ট দরের ১০ ভাগ কম দিয়ে টেন্ডার দাখিল করতে পারে সেটি আমার জানার বিষয় না।’

স/আর