চাঁপাইনবাবগঞ্জে সৎ ভাইকে হত্যার দায়ে ছোট ভায়ের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে সৎ ভাই জাহাঙ্গীর হত্যা মামলায় ছোট ভায়ের  মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী আসামীদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছোট ভাই হল, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের বিশারত আলীর ছেলে কেতাব আলী (২৮)।অতিরিক্ত সরকারি কৌশলী আঞ্জুমান আরা জানান, কেতাব আলীর সাথে তার সৎ ভাই জাহাঙ্গীর আলমের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে ২০১৮ সালের ৪ মে রাতে ডিম বিক্রেতা জাহাঙ্গীর বাড়ী ফেরার পথে মনাকষা হাউসনগর গ্রামের জনৈক শহিদুল ইসলামের বাড়ীর সামনে কেতাব আলী হাসুয়া দিয়ে জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের ছেলে অসিম আলী বাদী হয়ে ওইদিনই শিবগঞ্জ থানায় কেতাব আলীকে একমাত্র আসামী করে হত্যা মামলা দায়ের করে। পরে, মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মাহতাব আলী ২০১৮ সালের ২৫ জুলাই আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ সাক্ষ্য প্রমানাদি শেষে বিচারক উপরোক্ত রায়ে দণ্ডিত করেন।