চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ শওকত আলী এ রায় দেন।

দ-প্রাপ্ত ব্যক্তি হচ্ছে, রাজশাহীর জেলার তানোর উপজেলার পিপড়াকান্দা গ্রামের শ্রী পরেমশ্বরের ছেলে গোলাপ হাসদা (৪৫)।

অতিরিক্ত সরকারি কৌশুলী আঞ্জুমান আরা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় প্রায়শই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এরই জের ধরে ২০১৩ সালের ৪ আগস্ট রাতে স্বামী গোলাপ হাসদা নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের খিকটা গ্রামের শীতল স্বরনের মেয়ে সাবিনা স্বরেনকে মাথায় কোদাল দিয়ে আঘাত করলে তিনি মারা যান। এ ঘটনায় মৃতের ভাই অসিন স্বরেন বাদী হয়ে গোলাপ হাসদাকে আসামী করে নাচোল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে, মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক ইকবাল হোসেন ২০১৪ সালের ২৬ জানুয়ারী তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সাক্ষ্য প্রমাণাদী শেষে আদালতের বিচারক গোলাপ হাসদাকে দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায়ে দন্ডিত করেন। তবে, আসামী পলাতক রয়েছে।

স/অ