চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু ট্রাইবুনাল-২ আদালতের বিজ্ঞ বিচারক মো. জিয়াউর রহমান, আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্ত আসামী রুবেল জেলার শিবগঞ্জ উপজেলার শিবনগর পোড়া গ্রামের তাজেল আলীর ছেলে।

 

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১লা জুলাই মাসে এ ঘটনা ঘটে। আসামী রুবেল স্ত্রী সুবর্ণা আকতার ববিতাকে যৌতুকের কারণে বিভিন্ন সময় নির্যাতন চালাতো। ঘটনার দিন রাতে সে তার স্ত্রী ববিতাকে পিটিয়ে দু’হাত বেঁধে হত্যা করে ঘরের মধ্যে ফাঁসিতে ঝুঁলিয়ে দেয় এবং আত্মহত্যা করেছে বলে জানায়। পরে পুলিশ দু’হাত বাঁধা অবস্থায় ববিতার ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ ঘটনায় ববিতার বাবা শরিফুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দয়ের করেন। স্বাক্ষ্য প্রমানাদি শেষে সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু ট্রাইবুনাল-২ এর বিজ্ঞ বিচারক রুবেলকে ফাঁসির আদেশ ও অন্য আসামিদের বেকসুর খালাস প্রদান করেন।

 

সরকারি পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাদরুল আমিন। এ মামলায় মোট আসামি ছিলো ৭ জন এবং সাক্ষ্যদেন ১২জন।

স/অ