চাঁপাইনবাবগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধার সাথে স্মরণ করেছে প্রশাসনসহ সর্বস্তরের মানুষ। নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক ও পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম’র শ্রদ্ধার্ঘ অর্পণের পর একে একে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা, জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, সরকারি কলেজ, সিভিল সার্জন অফিস, নবাবগঞ্জ সরকারি কলেজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণ।

বৃহস্পতিবার সকালে শহীদ স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা জজশীপ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, জাতীয় মহিলা সংস্থাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠান সকালে প্রভাত ফেরী করে। খালি পায়ে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি গাইতে গাইতে সবলে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

অমর একুশের কর্মসুচীর মধ্যে রয়েছে সুর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, প্রভাত ফেরী, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা লিখন, দেশাত্ববোধক সংগীত, কবিতা আবৃত্তি, ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা ও একুশের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের ২১ ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। নতুন প্রজন্মকে বাংলা ভাষার ইতিহাস জানাতে অভিভাবকবৃন্দ তাঁদের সন্তানকে সাথে নিয়ে শহীদ মিনারে এসে ফুলের শ্রদ্ধা দিতে দেখা গেছে। অপরদিকে শিবগঞ্জ-রহনপুর-গোমস্তাপুর-ভোলাহাট উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

স/অ