চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারীর ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে ১,৪১৭ পিস ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় আতাউর রহমান (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ বছর সশ্রম কারাদন্ড,সেই সাথে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার(২ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো.রবিউল ইসলাম মামলার একমাত্র আসামীর অনুপস্থিতিতে দন্ডাদেশ ঘোষণা করেন। দন্ডিত আতাউর রহমান জেলার শিবগঞ্জ উপজেলার বোগলাউড়ি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মিজানুর রহমান ও আঞ্জুমান আরা জানান,গত ২০১৮ সালের ২৫’ডিসেম্বর রাত ৮টার দিকে শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের উমরপুর টোলঘর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে ১ হাজার ৪১৭ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার হন আতাউর।

এ ঘটনায় ওই রাতেই শিবগঞ্জ থানায় মামলা করেন র‌্যাবের উপপরিদর্শক (এসআই) অনুপ কুমার দাস। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক(এসআই) রিপন কুমার ২০১৯ সালের ২৮’ফেব্রুয়ারী আতাউরকে একমাত্র অভিযুক্ত করে আদালতে মামলার চার্জ শীট দাখিল করেন। ১২ জনের সাক্ষ্য,প্রমাণ ও যুক্তিতর্ক শেষে সোমবার আদালত পলাতক আতাউর রহমানকে দোষি সাব্যস্ত করে সাজা প্রদান করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড.আব্দুর রহমান(২)।

স/রি