চাঁপাইনবাবগঞ্জে ভোটারদের পোল্ট্রি মুরগি খাইয়ে সংসদে যেতে চাই প্রার্থীরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
অন্যান্য রাজনৈতিক দলের মতো নিয়মিত প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বিএনএফ মনোনীত টেলিভিশন প্রতীকের প্রার্থী নূরুল ইসলাম জেন্টু। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার রানিহাটি হলমোড় এলাকায় এক উঠান বৈঠকের আয়োজন করেন দলটির সমর্থকরা।

এ সময় তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বড় রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটারদেরকে পোল্ট্রি মুরগি খাইয়ে ভোট হাতিয়ে নিয়ে সংসদে যাবার প্রতিযোগীতায় মেতেছেন। শুধুমাত্র মুরগি খাইয়ে মহামূল্যবান ভোট নিয়ে সংসদে যেতে চান তারা। তারা উন্নয়ন নয়, নির্বাচিত হয়ে ব্যবসা করতে চান। আর তাই নির্বাচনের আগে যারা এতো মুরগি খাওয়াচ্ছেন, কোটি কোটি টাকা খরচ করছেন, তারা ব্যবসা করতে নেমেছেন, ভোটারদের সাথে প্রতারণা করছেন। তারা জনগণের সেবা করতে নয়, নিজেদের আখের গোছাতেই নির্বাচনে বিনিয়োগ করছে। এর কারণ হিসেবে তিনি নেতাদের লোভ লালসাকে দায়ী করেছেন।

এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বিএনএফের প্রার্থী নূরুল ইসলাম বলেন, চ্যালেঞ্জ করে বলতে পারি, এবার কেউ দিনের ভোট রাতে করতে পারবে না। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। তাই বড় দলের প্রার্থীদেরকে অনেক তো দেখলেন, এবার আমাকে একবার জনগণের সেবা করার সুযোগ দেন। বিনা পয়সায়, বিনা পিকনিকে, বিনা মুরগিতে আমাকে একবার ভোট দিয়ে দেখেন। ফল ভালো হবে।

তিনি আরও বলেন, আমরা সবসময়ই দেখি যেকোন রাজনৈতিক দলের নেতা এমপি হওয়ার পর নিজেদের আত্বীয় স্বজনদের পিএস হিসেবে নিয়োগ দেন। আমি এমপি নির্বাচিত হলে কোন পিএস রাখব না। জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করবে। এ সময় উঠান বৈঠকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।