চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন দাবীতে বিএনপির কালো পতাকা মিছিল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি এবং সংসদ
বাতিলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে কালো পতাকা মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ জানুয়ারী)
বিকালে এ কর্মসূচি পালন করে জেলা বিএনপি।

এদিন বিকেল সারে ৪টায় জেলা শহরের নিমতলা মোড় থেকে একটি বিশাল কালো পতাকা মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিমোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলার প্রস্তাবিত একটি হোমিও কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহবাক হায়াত উদ দৌলা, সদর উপজেলা বিএনপির আহবায়ক ওবায়েদ পাঠান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে। ফেসিবাদ আওয়ামীলীগ সরকার বাকশালী কায়দায় দেশ শাসন করছে। রাতের আঁধারে একটি অবৈধ সংসদ গঠন করে দেশ পরিচালনা করছে। আমরা এই অবৈধ সংসদ বাতিল চাই। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে তাকে সকল রাজনৈতিক কর্মকান্ড থেকে দূরে রাখারর ঘৃণ্য কৌশলের অবসান চাই বিএনপি। একজন মমতাময়ী মায়ের সাথে পুত্রের সাক্ষাত যেন না হয় সেজন্য তারেক রহমানকে দেশে আসতে নানা রকম মামলা দিয়ে হয়রানী করছে এই অবৈধ আওয়ামীলীগ সরকার। এদিকে দ্রব্যমূল্যের দাম দিনদিন সাধারন মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। আয়ের চেয়ে ব্যায় বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছে দেশের মানুষ। দেশে দূর্ভিক্ষের আভাস পাওয়া যাচ্ছে। আর তাই বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির লাগাম টেনে ধরা এবং সংসদ বাতিলের দাবি জানানো হয় পতাকা মিছিল পরবর্তী পথসভা থেকে।

এ সময়  অন্যান্যের মধ্যে জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র তারিক আহমেদ, শিবগঞ্জ পৌর বিএনপি’র সদস্য সচিব মতিউর রহমান লিটিল বিশ্বাস, শিবগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক শামসুর রহমান, শিবগঞ্জ পৌর যুবদলের যুবনেতা আজিম হোসেন, শিবগঞ্জ পৌর ছাত্রদলের ছাত্রনেতা নাঈম মাহমুদ বাঁধনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।