চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

সিল্কসিটি নিউজ ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে প্রায় একই সময়ে সদর উপজেলায় দুজন, গোমস্তাপুর উপজেলায় দুজন ও ভোলাহাট উপজেলায় একজন মারা যান।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মৌদুদ আলম খাঁ জানান, সোমবার বিকেলে রবিউল ইসলাম ও তাঁর বাবা এমানুল ইসলাম অনুপনগর ইউনিয়নের মাঠে ধান কাটছিলেন। এ সময় বজ্রপাতে রবিউল ইসলাম মারা যান। তাঁদের বাড়ি সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের নামোহড়মা গ্রামে।

সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে বাগানে লিচু কুড়াতে গিয়ে মারা যান কালীনগর সাবানিয়াপাড়া গ্রামের আশরাফুল হকের ছেলে আলামিন (১৩)। সে কালীনগর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। একই গ্রামের নাইমুল হক (৫০) নামের একজন গুরুতর আহত হন। তিনি ওই লিচুবাগানের কুঁড়েঘরে বসে ছিলেন।

এদিকে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, গোমস্তাপুরে সোমবার বেলা সাড়ে তিনটার দিকে বজ্রপাতে মারা যাওয়া দুজন হলো রহনপুর পৌরসভার হুজরাপুর মহল্লার বিপ্লব আলীর মেয়ে লিলি খাতুন খুশি (১২) ও গোমস্তাপুর ইউনিয়নের নশীবন্দীনগর গ্রামের নাজমুল হাসানের মেয়ে সাদিয়া খাতুন (১০)। তারা বাড়ির পাশে আমবাগানে আম কুড়ানোর সময় বজ্রপাতে মারা যায়।

এ ছাড়া ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউপির কৃষ্ণপুর হাড়িয়াবাড়ি গ্রামে খেতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে একজন মারা গেছেন। তিনি ওই গ্রামের আকালু হাজির ছেলে আজিজুল হক (৫৫)। বিষয়টি নিশ্চিত করেছেন ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সামাদ।

সূত্র:প্রথম আলো