চাঁপাইনবাবগঞ্জে প্রতি জনে ১০ পিস ইয়াবাতে আটক ৫ যুবক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।
রোববার রাত সাড়ে ৯ টায় জেলার গোমস্তাপুর উপজেলায় অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব-৫। এ সময় আটক করা হয় ৫ যুবককে।

আটককৃতরা হলো- জেলার গোমস্তাপুর উপজেলার মাখতাপুর এলাকার মাজিনুর বেগম ও মনিরুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম (২২), দশিমনি কাঠাল এলাকার মিনু আরা খাতুন ও আয়নাল হকের ছেলে মিঠুন আলী (৩০), প্রসাদপুর এলাকার নুর নাহার বেগম ও রবিউল ইসলামের ছেলে নুর মোহাম্মদ (১৯), সন্তোষপুর বাঙ্গাবাড়ী এলাকার রেজিয়া বেগম ও মৃত সাইফুদ্দিনের ছেলে আক্তারুল ইসলাম (৩০) এবং মৃত ফিকি বেগম ও মৃত জজিমের ছেলে মাসুদ রানা (২৭)।

এ বিষয়ে র‌্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার
দিবাগত রাত সাড়ে ৯ টায় র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ এর একটি অভিযানিক দল জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার নুনগোলা কেডিসি পাড়া এলাকার মাদক স্পটে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রয় ও আসর বসিয়ে এলাকার পরিবেশ নষ্ট করার অভিযোগে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামীরা তাদের দোষ স্বীকার করায় তাদের গোমস্তাপুর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।