চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ছেড়ে যায়নি দূরপাল্লার বাস

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
শুক্রবার সন্ধ্যায় দুরপাল্লার নৈশ কোচগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেলেও শনিবার সকালে আবারো চাঁপাইনবাবগঞ্জ থেকে দুরপাল্লার রুটে কোন বাস ছেড়ে যায়নি। জেলার অভ্যন্তরীন রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে।
এদিকে বাস না পেয়ে বিকল্প হিসেবে অটোরিকশা, থ্রিহুইলার, ছোট ছোট পিকআপ ভ্যানে যাত্রা করছেন অনেকেই।

অন্যদিকে শনিবার সকালে বিভিন্ন কলেজ ও ম্যাধমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শহরের বিশ্বরোড় মোড়ে একত্র হয়ে নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় বিভিন্ন প্ল্যাকার্ড ও লেখা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে বিক্ষোভ করে এবং বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করে।

এ সময় শিক্ষার্থীদের হাতে আটক বেশকিছু যানবাহনের কাগজপত্রে ত্রুটি থাকায় যানবাহনগুলোর বিরুদ্ধে মামলা করে পুলিশ।
একই সময় শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে এবং শান্তিপূর্ণ পরিবেশে তাদের দাবী আদায়ের পরামর্শ দিয়ে বক্তব্য দেন, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ মো. দাউদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান পিপিএম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোছাইন প্রমুখ।

স/শা