চাঁপাইনবাবগঞ্জে দেড়শ টাকার বিনিময়ে কুরিয়ারে অস্ত্র বুকিং

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে একটি কুরিয়ার সার্ভিস থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার শান্তির মোড়ে অবস্থিত এজেআর
কুরিয়ার সার্ভিস থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ সময় কাওকে আটক করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্র্ভিসের চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক ইসতিয়াক আহমেদ জানান, প্রতিদিনের মতো সকাল থেকে বুকিং ও
ডেলিভরিী চলছিলো। এমন সময় বিকাল প্রায় সাড়ে ৩টার দিকে একজন কাস্টমার বস্তায় করে একটি পার্সেল বুকিং দিতে আসলে বুকিং অফিসার রহমত সাদা বস্তায় মোড়ানো পার্সেলটি ৪৩ হাজার ৫ শত টাকা কন্ডিশনে (যার মেমো নং-৭৭৪১০৯) চাঁপাইনবাবগঞ্জ থেকে বিবাড়িয়ার উদ্দেশ্যে বুকিং করে। জানতে চাওয়া হলে প্রেরক সুরুজ আলী বস্তায় পার্টস আছে বলে জানান। পরে আমাদের সন্দেহ হলে আমরা অফিসের সকলের সামনে বিকাল সোয়া ৪টায় বস্তা খুলে বস্তার ভেতর রাইফেল সদৃশ বস্তু দেখতে পেয়ে নবাবগঞ্জ থানায় খবর দিই। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তাটি তাদের হেফাজতে নিয়ে যায়।

এ বিষয়ে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, সুরুজ আলী নামে একজন একটি ইয়ারগান (পাখি মারা বন্দুক)
বস্তায় ভরে এজেআর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিবাড়িয়ার আইয়ুব আলীর নিকট প্রেরণ করার উদ্দেশ্যে বুকিং করে। পরে কুরিয়ার সার্ভিসের দেয়া তথ্যের
ভিত্তিতে সেখান থেকে বস্তাটি থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে প্রেরক সুরুজ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি থানায় উপস্থিত হন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে আইনী ব্যবস্থা নেয়া হবে।