সোমবার , ২৬ মার্চ ২০১৮ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চাঁপাইনবাবগঞ্জে তিন হাজার নয়’শ বোতল ফেনসিডিলসহ আটক ২

Paris
মার্চ ২৬, ২০১৮ ১:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জে তিন হাজার ৯৬৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কানসাট গোপালনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। জব্দ করা হয়েছে ফেনসিডিলবাহী ট্রাক।

আটককৃতরা হলেন, বড়গুনা জেলার আমতলী কড়ইগুনিয়া এলাকার আব্দুল মুতালিবের ছেলে রাকিব ইসলাম(৩১) এবং নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার বামারবাগ এলাকার আব্দুল জলিলের ছেলে মারুফ হোসেন(২০)।

র‌্যাব জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কানসাট গোপালনগর এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় অভিনব কায়দায় ঢাকা মেট্রো ট ২০-০৭০৩ নম্বর ট্রাকে করে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। পরে ট্রাকের বডিতে অভিনব পদ্ধতিতে ডাবল পাটাতনের নিচে লুকানো তিন হাজার ৯৬৫ বোতল ফেনসিডিল আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ফেনসিডিলগুলো ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

তারা আরও জানায়, ইতোপূর্বে চাঁপাইনবাবগঞ্জ থেকে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে বিক্রি করে।

এঘটনায় ট্রাক চালক ও হেলপাকে আটক করা হয়েছে। এব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর