চাঁপাইনবাবগঞ্জে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’র উদ্বোধন

ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সিভিল সার্জন অফিসের উদ্যোগে শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে।

 

জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা সামসুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. প্রধান আবুল কালাম আজাদ।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সায়েদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ প্রমুখ। পরে, প্রধান অতিথি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

 

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

সিভিল সার্জন জানান, শনিবার থেকে ৫-১২ বছর বয়সী সকল শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো শুরু হয়েছে। এ কর্মসূচীর আওতায় জেলার ৯’ শ ৭১ টি বিদ্যালয়ের প্রায় পৌনে ৩ লক্ষ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে।

 

প্রতিটি বিদ্যালয়ে কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমে শিশুদের অনুপ্রাণিত করার জন্য ১০ জন ছাত্র-ছাত্রীর সমন্বয়ে ক্ষুদে ডাক্তার এ কার্যক্রমের দায়িত্ব পালন করবে।
স/শ