চাঁপাইনবাবগঞ্জের ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত

নিজস্ব প্রতিবেদক, চাপাইনবাবগঞ্জ:

সারাদেশে ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে এ এমপিওভুক্তির ঘোষণা দেন।

তারই ধারাবিকতায় এবার চাঁপাইনবাবগঞ্জের ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ৬টি, শিবগঞ্জ উপজেলার ৮টি, গোমস্তাপুর উপজেলার ৫টি, নাচোল উপজেলার ৩টি এবং ভোলাহাট উপজেলার ১টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে।

সদর উপজেলার এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- সদর উপজেলার নবাবগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসা, নবাবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, রামজীবনপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়, সরজন আইডিয়াল জুনিয়র স্কুল, খলিল উদ্দীন বিশ্বাস উচ্চ বিদ্যালয়।

শিবগঞ্জ উপজেলার এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- তেলকুপি কলমদরা আলিম মাদ্রাসা, তেররশিয়া মহিলা দাখিল মাদ্রাসা, কানসাট সাইফুদ্দিন মেমোরিয়াল সিনিয়র ফাযিল মাদ্রাসা, শিবগঞ্জ ফাযিল মাদ্রাসা, ধাইনগর এন.টি.এম.কে. টিবিএম কলেজ, জাবরি কাজি পাড়া উচ্চ বিদ্যালয়, মর্দনা উচ্চ বিদ্যালয় ও পুকুরিয়া মহিলা কলেজ।

গোমস্তাপুর উপজেলার এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো গোমস্তাপুর উপজেলার এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- সাহেবগ্রাম ডি.ইউ.জে.বি. মহিলা দাখিল মাদ্রাসা, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়, রহনপুর মহিলা কলেজ, বহিপাড়া উচ্চ বিদ্যালয়, সন্তোষপুর জুনিয়র বয়েজ স্কুল।

নাচোল উপজেলার এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- নাচোল কৃষি ডিপ্লোমা কলেজ, নাচোল মহিলা কলেজ, পিরপুর উচ্চ বিদ্যালয়।

এবারের ঘোষিত তালিকায় ভোলাহাট উপজেলার এমপিওভুক্ত একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে শিকারী জুনিয়র মডেল গার্লস স্কুল।

স/অ