মঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চাঁদের রায় প্রত্যাখান বিএনপির

Paris
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ১২:৫৪ অপরাহ্ণ


চাঁদের রায় প্রত্যাখান করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে যে রায় দিয়েছে তা প্রত্যাখান করেছে বিএনপি। মঙ্গলবার সকাল ১০ টার দিকে রাজশাহী বিএনপির কার্যালয়ে এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির নেতারা।

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু লিখিত বক্তব্য তুলে ধরে বলেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কোনো স্বাধীন বিচার বিভাগের ব্চিারকের ন্যায় আচরণ করেনি।

বিচারক আবু সাইদ চাঁদের নির্বাচনী প্রতিপক্ষ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে খুশি করার জন্য এই ফরমায়েশী রায় প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার রাষ্ট্রীয় পৃষ্ট পোষকতায় আবু সাইদ চাঁদের বিরুদ্ধে যে ফরমায়েশী রায় দিয়েছে তা প্রত্যাখান করছি। এই রায়ের প্রতিবাদে আগামী ১ অক্টোবর বিকেলে বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার ঘোষণা দেন বিএনপি নেতারা।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ মামুনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ - রাজশাহীর খবর