মঙ্গলবার , ১০ অক্টোবর ২০১৭ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চলাচলে অনুপযোগি শিবগঞ্জের দুর্লভপুর-চামারহাট সড়ক

Paris
অক্টোবর ১০, ২০১৭ ৮:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ও শ্যামপুর ইউনিয়ন দিয়ে নির্মিত দুর্লভপুর-চামারহাট আঞ্চলিক সড়কটি চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে।

প্রায় ১০ বছর আগে দুর্লভপুর রোড বাজার হতে চামারহাট পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকা করা হয়। সে সময় রাস্তাটি নির্মান করে স্থানীয় এলজিইডি কর্তৃপক্ষ। কিন্তু দীর্ঘদিন যাবৎ মেরামত না করায় বর্তমানে চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে।

রাস্তাটির বিভিন্ন অংশে ইট পাথর উঠে গিয়ে বড় বড় গর্তেও সৃষ্টি হয়েছে। আবার বেশ কিছু স্থানে বর্ষার পানি জমে থেকে রাস্তার উপর দিয়ে চলাচল করতে পরছেন না ওই এলাকার সাধারন মানুষ। রাস্তাটির অবস্থা এতই খারাপ যে সব সময় জীবনের ঝুঁকি নিয়ে পথ চলতে হয় ওই সড়ক ব্যবহার কারীদের।

দুর্লভপুর-চামারহাট সড়কের অটো রিকশা চালক সফিকুল ইসলাম জানান,জিবিকার তাগিদে যাত্রীদেও নিয়ে রাস্তায় চলাচল করতে হয়। রাস্তাটি নষ্ট হয়ে যাওয়া প্রায় সময় দূর্ঘটনা ঘটতেই থাকে।

দুর্লভপুর ও শ্যামপুর ইপি চেয়ারম্যান জানান,সড়কটি মেরামত করার জন্য শিবগঞ্জ উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী মো.মকবুল হোসেন জানান,সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই মেরামত কাজ শুরু করা হবে।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর