চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

সিল্কসিটি নিউজ ডেস্ক :

ঢাকায় সাইকেল প্রতিযোগিতায় অংশ নিয়ে বাড়ি ফেরার সময় চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে মারুফ (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে চিরিরবন্দর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ চিরিরবন্দর উপজেলার বড় বাউল গ্রামের আনিছুর রহমানের ছেলে ও দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মারুফ ও তার বন্ধুরা ঢাকায় সাইকেল প্রতিযোগিতায় অংশ নেন। সেই প্রতিযোগিতায় দ্বিতীয় হন মারুফ। আজ মঙ্গলবার সকালে বাড়ি ফেরার সময় চিরিরবন্দর রেলস্টেশনের পশ্চিম পাশে সেলফি তোলার সময় সিগন্যাল বারে মাথায় আঘাত লেগে মারুফ চলন্ত ট্রেন থেকে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।