চলনবিলে বজ্রপাতে এক ব্যক্তি নিহত, আহত ৩

 

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
রোববার দুপুরে সিংড়ার চলনবিলের পারুহাড় পাড়ায় বৈদ্যুতিক সেচ পাম্পের পাইপ উত্তোলনের সময় বজ্রপাতে মো. জালাল উদ্দিন মন্ডল (৪০) নামের একজন মিস্ত্রি নিহত হয়েছেন। এ সময় সেচ পাম্পের মালিকসহ অপর দুইজন মিস্ত্রির সহকারী আহত হয়েছে।

নিহত মিস্ত্রি জালাল উদ্দিন উপজেলার চৌগ্রাম ইউনিয়নের পাড়েরা গ্রামের মো. তারা মন্ডলের ছেলে।

চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম ভোলা জানান, রোববার দুপুরে সেচ পাইপ বসানো মিস্ত্রি মো. জালাল উদ্দিন তার দুইজন সহকারীকে নিয়ে চলনবিলের চৌগ্রাম পারুহাড় পাড়ায় কৃষক আরিফুল ইসলামের বৈদ্যুতিক সেচ পাম্পের পাইপ উত্তোলন করতে যান। এসময় বজ্রপাতে কৃষক আরিফুল ইসলাম, মিস্ত্রি জালাল উদ্দিন ও তার দুই সহকারী ইয়াছিন আলী এবং মকবুল হোসেন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আর অপর তিনজনকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

স/জে