চলনবিলে পুকুর খননের অপরাধে জরিমানা, মুচলেকায় ছাড় পেল পৌর কাউন্সিলর

সিংড়া প্রতিনিধি:
নাটোরের চলনবিলে পুকুর খননের অপরাধে মনির হোসেন নামের এক ব্যাক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় আর কখনও তার ভেকু গাড়ি দিয়ে কৃষি জমিতে পুকুর খনন করবে না মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পেল সিংড়া পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল।

শনিবার দুপুরে চলনবিলের সিংড়া-টু-তারাশ-বারুহাস রাস্তায় এই অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুশান্ত কুমার মাহাতো। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মীর আসাদুজ্জামান।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুশান্ত কুমার মাহাতো বলেন, চলনবিলের কৃষি জমিতে পুকুর খনন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

স/অ