সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চলতি মাসে বাজারে আসছে সংযোগ ইউ

Paris
ফেব্রুয়ারি ২৪, ২০২০ ৭:১১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চলতি মাসে বাজারে আসছে আর্থিক প্রতিষ্ঠান ‘সংযোগ ইউ’। মূলত ব্যাংকিং, মাইক্রোক্রেডিট, আর্থিক কোম্পানি, কো-অপারেটিভ ও ভেনচার ক্যাপিটাল নিয়ে কাজ করবে এই প্রতিষ্ঠানটি। পাশাপাশি গ্রাহককে তার চাহিদা সম্পন্ন সব আর্থিক পণ্য ও সেবা নিজ নিজ এলাকায় পৌঁছে দিতে সহায়তা করবে তারা।

সংযোগের কর্মকর্তারা জানান, একটি অ্যাপস ডাউনলোড করেই যে কেউ চাইলে তাদের এই সেবা বাড়িতে বসে নিতে পারবেন। এ ছাড়া প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইটে ঢুকেও লগ ইন করে সেবা গ্রহণ করা যাবে।

গ্রাহককে পণ্য ও প্রতিষ্ঠানগুলোর খবর জানানো ছাড়াও আর্থিক লোন পেতে সব ধরণের সহায়তা করবে সংযোগ। বাড়ি নির্মাণ, ব্যবসায়িক লেনদেন, চাকরির লোন, ভোগ্যপণ্য ক্রয়ের খোঁজ, এসএমই সেবা, কৃষিতে বিনিয়োগ, নারীদের আর্থিক সুযোগ সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠানসহ আর্থিক ও সেবামূলক কোম্পানিগুলোর আদ্যোপান্তের খবর জানাবে তারা মুহূর্তে।

এব্যাপারে সংযোগের সিইও মো. মেহেদী হাসান বলেন, মানুষকে আর্থিক চাপ ও সংকট মুক্ত করে স্বচ্ছল-আদর্শ জীবন ব্যবস্থা উপহার দিতে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে।

তিনি আরও বলেন, মুনাফা অর্জনই সংযোগের মূল লক্ষ্য নয়। মানুষের সঙ্গে সকল আর্থিক পণ্য ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে সঠিক সমন্বয় তৈরি করে সমৃদ্ধ অর্থনৈতিক ও ডিজিটাল বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখতে চায় সংযোগ ইউ।

সর্বশেষ - বিজ্ঞান ও প্রযুক্তি