চরিত্র কথা কয় !

পাওয়া যাবে ফাও অথবা সস্তায়,
এমন কথা যদি কোথাও শোনা যায় –
চিরায়ত চরিত্র প্রমাণ : আলকাতরাও নিতে রাজী –

মেখে গায়ের সাদা জামায় !

লাভ-ক্ষতির চিন্তা পরে,
বিবেকের বিচার তাও পরে !
আগে চাই নিজের অংশ,
পরে পাক, না পাক – অন্য বংশ !

ফাও চাই, সস্তায় চাই,
গায়ের জোরেও চাই !
অন্যের অধিকার বা প্রাপ্যতা
ওসবের নাই বালাই !

সব সময়, সব কাজে
আমাদের এমনই আচরন !
চরিত্র কথা কয় –
আমরা এখনও ঢের অসচেতন ।