চট্রগ্রাম থেকে নৌবাহিনীর ১০ জাহাজ মংলায় সরিয়ে আনা হয়েছে

সিল্কসিটিনিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় মোরা ধেঁয়ে আসার খবরে সাগরে মাছ ধরতে যাওয়া কয়েকশত ছেলে তাদের ট্রলার ও নৌকা নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছেন। এদিকে চট্টগ্রাম বন্দর থেকে নৌবাহিনীর ১০ জাহাজ মংলা বন্দরে সরিয়ে আনা হয়েছে বলে বন্দরের হারবার বিভাগ জানায়। সোমবার রাত সাড়ে ১০টা পর্যন্ত বাগেরহাটের শরণখোলা এবং মংলা উপজেলায় ১৯ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে বলে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম জানিয়েছে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, দুবলারচরসহ বিভিন্ন এলাকায় মাছ ধরতে যাওয়া কয়েকশত জেলে সুন্দরবনের বিভিন্ন খালের আশ্রয় গ্রহণ করেছে। বন বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে তিনি জানান।

মংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার এম অলিউল্লাহ জানান, ঘূর্ণিঝড় মোরা’র কারণে চট্টগ্রাম বন্দর থেকে নৌবাহিনীর ১০ জাহাজ মংলা বন্দরে সেল্টার নিয়েছে। বন্দরে সতর্ক অবস্থা গ্রহণ করা হয়েছে।