চট্টগ্রাম ইপিজেডে বন্ধ কারখানায় আগুন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইউনিটি অ্যাক্সেসরিজ নামে চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কারখানায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ থেকে ১৪টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

কর্তৃপক্ষ বলছে বৃহস্পতিবার কারখানাটি বন্ধ ছিল। তাই কীভাবে আগুন লেগেছে তা এখন বলা সম্ভব নয়। এ ঘটনায় তদন্ত কমিটি হবে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনে ভবনটির পঞ্চমতলা পুরোপরিভাবে ভস্মীভূত হয়েছে।

ইপিজেডের এক নম্বর সড়কের ইউনিটি অ্যাক্সেসরিজ কারখানার পঞ্চমতলায় আগুনের সূত্রপাত।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে পাঁচতলা ভবনের পঞ্চমতলা পুরোপরি ভস্মীভূত হয়ে গেছে।