চট্টগ্রামে যে অনন্য রেকর্ড করলেন মুমিনুল

একই ভেন্যুতে দেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন মুমিনুল হক সৌরভ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সবচেয়ে বেশি ৭টি সেঞ্চুরি করেছেন বাংলাদেশ টেস্ট দলের এই অধিনায়ক।

একই মাঠে সবচেয়ে বেশি ১১টি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন শ্রীলংকার কিংবদন্তি ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। তিনি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ১১টি সেঞ্চুরি করেছেন।

এ তালিকায় দুই নম্বরে আছেন ডন ব্র্যাডমেন। অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্যাটসম্যান মাত্র ১১ ম্যাচে ৯টি সেঞ্চুরি করেছেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।

ডন ব্র্যাডমেনের মতো একই মাঠে ৯টি সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান জ্যাক ক্যালিস।

শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের দিনে লড়াই করেন মুমিনুল হক সৌরভ ও লিটন কুমার দাস। পঞ্চম উইকেটে তারা ১৩৩ রানের জুটি গড়েন। ৬৯ রানে লিটন আউট হলেও ক্যারিয়ারের ৪১তম টেস্টে ১০ম সেঞ্চুরি তুলে নেন মুমিনুল।

করোনাভাইরাস বিশ্বব্যাপী সংক্রমিত হওয়ার আগে গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল। দীর্ঘদিন পর টেস্টে ফিরে ফের সেঞ্চুরি দিয়ে খেলা শুরু করলেন বাংলাদেশ দলের এই অধিনায়ক।

শনিবার সেঞ্চুরি করার মধ্য দিয়ে মুমিনুল ছাড়িয়ে গেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। দেশের হয়ে তামিম ৬১ টেস্টে অংশ নিয়ে ৯টি সেঞ্চুরি করেন। তার চেয়ে ২০ টেস্ট কম খেলেও একটি সেঞ্চুরি বেশি করেন মুমিনুল।

 

সুত্রঃ যুগান্তর