চট্টগ্রামে আ.লীগের কোন্দলে ফায়দা লুটতে চায় বিএনপি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের রাজনীতির দুই বলয় মহিউদ্দিন ও নাছিরের বাইরে রেজাউল করিম চৌধুরী মেয়র প্রার্থী মনোনয়ন পাওয়ায় চাঙাভাব এখন বিএনপি শিবিরে। ভোটযুদ্ধ অনেকটা সহজ হবে এমন ধারণা নিয়ে তারা চেষ্টা করছে নেতাকর্মীদের সংগঠিত করার। সিটি নির্বাচন সামনে রেখে পাল্টাচ্ছেন ভোটের কৌশল আর রাজনীতিও।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রিত হয় মহিউদ্দিন আর নাছির গ্রুপকে ঘিরে। কিন্তু দুই বলয়ের বাইরে গিয়ে এবার চমক হিসেবে মেয়র প্রার্থী মনোনয়ন পেয়েছেন নগর যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী।

আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেন, আমাদের নতুন কৌশল আনতে হবে। মানুষ এখন আর ভোট দিতে যাচ্ছে না। ভয় পায় কেন্দ্র যেতে।

বিএনপি নেতারা বলছেন, এবার ফাঁকা মাঠে গোল দেয়ার সুযোগ দিতে রাজি নন তারা। পরিকল্পনা নিচ্ছেন ভোটের নতুন কৌশলের।

চট্টগ্রাম মহানগর বিএনপি সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, জনগণকে কেন্দ্রে নিতে হবে। আমরা সফল হব।

নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলছেন, ভোট নিয়ে মানুষের মাঝে ভয় ভীতি আর উৎকণ্ঠা আছে। তারপরও ভোটারদের নির্বাচনমুখী ও খালেদা জিয়ার মুক্তির দাবিতেই নির্বাচনে যাওয়া।

তিনি আরও বলেন, বিএনপিকে ভোটে যেতে হবে। আমাদের নেত্রী জেলে। আন্দোলন হিসেবেই আমরা ভোটে যাব।

২৯ মার্চ চট্টগ্রাম নগরীর ১৯ লাখ ভোটার তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।