চট্টগ্রামে আগুনে পুড়ল ১১ বাস

চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় আগুনে বাগদাদ এক্সপ্রেসের ১১টি বাস পুড়ে গেছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখনো আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িগুলো একটি গ্যারেজে রাখা ছিল। হঠাৎ একটি গাড়িতে আগুন ধরে। পরে সেখানে রাখা অন্য গাড়িগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে তাদের তিন ইউনিট দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, দুপুরে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী যায়। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনের কারণ তদন্ত করে জানা যাবে। গাড়িগুলোর মধ্যে ৯টি একবারে পুড়ে যায়। আর সব কয়টি গাড়ি পরিত্যক্ত।

বাগদাদ এক্সপ্রেসের কর্মকর্তা সোহেল ইকবাল বলেন, ১১টি গাড়ির মধ্যে সাতটি চালু ছিল। তবে কী কারণে আগুন লেগেছে, তা বুঝতে পারছি না। এত অল্প সময়ে কীভাবে বাসগুলো পুড়ল, তাও বোঝা যাচ্ছে না।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন