বৃহস্পতিবার , ২৭ জুলাই ২০১৭ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ঘুষ দেবেন না : ভূমিমন্ত্রী

Paris
জুলাই ২৭, ২০১৭ ২:১৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জমি ব্যবস্থাপনার কাজে ঘুষ না দেওয়ার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

তিনি বলেন, ‘ঘুষ দেবেন না। ঘুষ যে দেয় এবং যে নেয় উভয়ে সমান অপরাধী। আপনারা যদি ঘুষ না দেন তাহলে দুর্নীতি কমে আসবে।’

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সম্মেলনে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারা ভূমি ব্যবস্থাপনার অনেক সমস্যা ও সংকট নিয়ে কথা বলেছেন। আমরা তাদের কথা শুনেছি এবং করণীয় ঠিক করে দিয়েছি। এরমধ্যে বড় নির্দেশনা হচ্ছে ঘুষ, দুর্নীতি মুক্ত ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা। জনগণের হয়রানি কমিয়ে সেবা নিশ্চিত করা। ঘুষ দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহিৃত করে কঠোর ব্যবস্থা গ্রহণ।’

মন্ত্রী বলেন, ‘সরকার যেসব জমি আগে অধিগহণ করেছিল কিন্তু তা অনেকে দখল করেছে। সেসব জমি পুনরায় দখল করতে নির্দেশ দেওয়া হয়েছে।’

ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন করার মাধ্যমে জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও তিনি জানান।

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - জাতীয়