বাঘায় নৌকার দুটি অস্থায়ী নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ


বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় অস্থায়ী নৌকার দুটি নির্বাচনি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৪ ডিসেম্বর) রাতে বাঘা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুশিদপুর ও বাজুবাঘা ইউনিয়নের ৮ নম্বর জোতজয়রাম ওয়ার্ডে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে কে বা কারা এ অফিস দুটি পুড়িয়ে দিয়েছে, তা কেউ বলতে পারছে না।

এ বিষয়ে বাঘা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুশিদপুর ওয়ার্ডের বাসিন্দা ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং বাজুবাঘা ইউনিয়নের ৮ নম্বর জোতজয়রাম ওয়ার্ডের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, রোববার রাত ১১টা পর্যন্ত আমরা কয়েকজন কর্মী অফিসে খিচুরি রান্না করে খেয়ে বাড়ি চলে যায়। রাত সাড়ে ১২টার দিকে খবর দেয় কে বা কারা অফিস পুড়িয়ে দিয়েছে। এ বিষয়ে নৌকার প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপিকে অবগত করেছি।

এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেব।