গ্রেফতার হওয়া ইবির কর্মচারি হাফিজুর সাময়িক বরখাস্ত

ইবি প্রতিনিধি
চেক জালিয়তির অভিযোগে গ্রেফতার হওয়া কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারি হাফিজুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ সাক্ষরিত প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৪জুন হাফিজুর রহমান পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট কর্তৃক পত্র প্রেরণের প্রেক্ষিতে ইবি কর্মচারি দক্ষতা ও শৃঙ্খলা বিধির ১৫ (এ) ধারা মোতাবেক তাকে পরিচ্ছন্ন কর্মী পদ থেকে সমায়িকভাবে বরখাস্ত করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিধি মোতাবেক বরখাস্তকালিন সময়ে সে জীবন ধারণ ভাতা পাবে বলেও বার্তায় উল্লেখ করা হয়।

উল্লেখ্য, চেক জালিয়তির অভিযোগে বঙ্গবন্ধু হলের পরিচ্ছন্ন কর্মী হাফিজুর রহমানকে গত ৪জুন গ্রেফতার করে ইবি থানা পুলিশ। হাফিজুর আদালত কর্তৃক ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি কুষ্টিয়া জেলার খোকসা থানার সেনগ্রাম এলাকায়।

স/অ