গ্রামপুলিশের পাঁচ দফা দাবিতে স্মরকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন উদ্যোগে পাঁচ দফা দাবিতে রাজশাহী জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি প্রদান করেছে। আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে এ স্মারকলিপি প্রদান করেন তারা।

পাঁচ দফা দাবিগুলোর মধ্যে হচ্ছে, গ্রামপুলিশদের চতুর্থ শ্রেণির কর্মচারীর ন্যায় সমস্কেল প্রদান, অবসর ভাতা প্রদান করতে হবে, ঝুঁকি ভাতা, রেশনিং ব্যবস্থা প্রদান করতে হবে, ঢাকার আশেপাশে গ্রামপুলিশ প্রশিকষণ সেন্টর স্থাপন করা, গ্রামপুলিশদের ছেলে-মেয়েদের বিভিন্ন সরকারী চাকরিতে ১০ শতাংশ অগ্রাধিকার প্রদান করতে হবে।

এই পাঁচ দফা দাবিতে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মরকলিপি প্রদান করা হয়। এর আগে ও পরে গ্রামপুলিশের সদস্যরা মিছিল করে।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়নের জেলা কমিটির সভাপতি আবদুল করিম মণ্ডল, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন প্রমুখ।

স/আ