গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় বাজেটে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি। আজ মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকালে নগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে মহানগর বিএনপি। এতে যোগ দেয় ছাত্রদল, যুবদলসহ বিএনপির অংগসংগঠন। মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলনের পরিচালনায় মহানগর বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে নেতাকর্মীরা বলেন, এ বাজেট গণবিরোধী। এতে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এসময় খালেদা জিয়ার মুক্তির বিষয়টিও জোরালোভাবে যোগ হয় । নেতাকর্মীরা বলেন, আগামী ঈদের আগেই বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর কর্মসূচী দেয়া হবে, তখন কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে বিএনপি দায়ী থাকবে না।

এ দিকে জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুনের পরিচালনায় বক্তব্য দেন, মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক মামুনুর রশিদ, জেলা সহ-সভাপতি সামিউল ইসলাম মুন, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল আলম রায়হান, তাজমুলতান টুটুল, কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওয়াদুদ হাসান পিন্টু, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক তোফায়েল হোসেন রাজু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোদাগাড়ি বিএনপির সভাপতি আব্দুস সালাম সাওয়াল, আড়ানী পৌরসভা বিএনপি সভাপতি নজরুল ইসলাম, পুঠিয়া সভাপতি আমিনুল হক মিন্টু, দূর্গাপুর পৌরসভার সভাপতি বজলুর রহমান, গোদাগাড়ি পৌরসভার সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, দূর্গাপুর বিএনপি সাধারণ সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, পবা বিএনপির যুগ্ম আহব্বায়ক আব্দুর রাজ্জাক, নওহাটা পৌরসভার সাধারণ সম্পাদক মামুনুর সরকার, যুগ্ম সম্পাদক মামুন হোসেন, কাটাখালি পৌরসভার সহ-সভাপতি অধ্যাপক আম্মান আলী ও যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রুখশানা পারভিন টুকটুকি, জেলা সেচ্ছাসেবক দল সভাপতি নুশরাত এলাহী রিজভী, কৃষক দল কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার আমিন বিপুল, সহ-সভাপতি অরন্য কুসুম, মাহফিজুর রশিদ মিতুল, যুগ্ম সম্পাদক পিয়াস আলী, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম প্রমূখ ।

উল্লেখ্য,এ কর্মসূচির মাধ্যমে দীর্ঘদিন পর কোন ইস্যুতে রাস্তায় নামলো রাজশাহী বিএনপি।

স/শা