মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২০ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোবরের তৈরি সাড়ে পাঁচ লাখ প্রদীপ দীপাবলিতে জ্বলবে অযোধ্যায়

Paris
নভেম্বর ১০, ২০২০ ৯:৩৪ পূর্বাহ্ণ

অযোধ্যায় এরই মধ্যে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। চলতি বছরের আগস্টে হয়ে গেছে শিলান্যাস। সে কারণে এবার দীপাবলি নিয়ে মানুষের মধ্যে উৎসাহ ও আগ্রহ অন্যরকম। সে অনুসারেই প্রস্তুতি নিচ্ছে অযোধ্যা। যাকে এবার সাজিয়ে তোলা হবে সাড়ে পাঁচ লাখেরও বেশি প্রদীপ দিয়ে।

দীপাবলিতে ১১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত আলোময় হয়ে উঠবে অযোধ্যা। সেই প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। জানা গেছে, পাঁচ লাখ ৫১ হাজার প্রদীপ জ্বলবে একসঙ্গে।

বিশেষ আয়োজনে হাজির থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। প্রতিবারই দীপাবলিতে অযোধ্যা সাজিয়ে তোলেন মুখ্যমন্ত্রী।

তবে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাওয়ার জেরে এবার ভার্চুয়ালি প্রদীপ প্রজ্জ্বালন করে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।
এবার প্রদীপেও থাকছে বিশেষ চমক।

এই প্রথমবার গোবরের তৈরি প্রদীপ দিয়ে সাজবে অযোধ্যা। পাশাপাশি এই দীপাবলিতে নৃত্য পরিবেশন করবেন ২০ জন লোকশিল্পী।

এরই মধ্যে উত্তরপ্রদেশের সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই এমন উৎসবে পর্যটকদের ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। করোনা বিধি মেনে যেন সবাই দীপাবলির আনন্দে মেতে ওঠেন, সেদিকে বিশেষ নজর রাখবে যোগি প্রশাসন।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক