গোদাগাড়ী সোনালী ব্যাংকে লম্বা লাইন, বাড়ছে শঙ্কা

গোদাগাড়ী প্রতিনিধিঃ

করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরুত্ব বজায় রাখার কথা থাকলেও মানছে না রাজশাহীর গোদাগাড়ীতে সোনালী ব্যাংকের গ্রাহকরা। এতে করোনা ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

সরজমিনে গিয়ে বৃহস্পতিবার সকালে দেখা যায় ব্যাকের সামনে লম্বা লাইন। নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাহক বলেন,আগামী শুক্রবার ও শনিবার ব্যাংক বন্ধ থাকবে এইরজন্য এত বড় লম্বা লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে এসেছি।

এ বিয়য়ে সোনালী ব্যাংক গোদাগাড়ীর শাখা ব্যবস্থাপক হাবিল উদ্দীন বলেন,করোনা ভাইরাসের কারনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ৩ ফিট দূরত্বে সাদা বৃত্ত দেওয়া হয়েছে।

ব্যাংকের ভিতরে ৩ জন থেকে ৪ জন করে ঢুকানো হচ্ছে। তবে বাইরে লম্বা লাইন এটা নিয়ন্ত্রণ করা আমার পক্ষে সম্ভম হচ্ছেনা। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য থানা পুলিশকে ফোন করা হয়েছে পুলিশ এখুনও আসেনি।

স/আর