গোদাগাড়ী সীমান্তে দেড় কোটি টাকার হেরোইন জব্দ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী গোদাগাড়ী সীমান্ত এলাকার রেলবাজার খেয়াঘাট থেকে দুই কেজি হেরোইন জব্দ করেছে বিজিবি-১ ব্যাটালিয়নের সদস্যরা। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা। শুক্রবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ব্যাটালিয়নের গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার জানান, গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক ইউনুছ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান চালান।
অভিযানে গোদাগাড়ী রেলবাজার খেয়াঘাট থেকে ২ কেজি ১শ’ ১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।  তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে হেরোইন ফেলে পালিয়ে যাওয়ায় এই ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি টহল দল।
জব্দকৃত হেরোইন ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করা হয়েছে। পরবর্তীতে জনসম্মুখে তা ধ্বংস করা হবে বলেও জানান বিজিবি-১ ব্যাটালিয়নের এই শীর্ষ কর্মকর্তা।
স/আর