মেয়াদহীন ওষুধে ভরপুর

রাজশাহী নগরীতে অবৈধ কারখানায় বিপুল পরিমাণ ভুয়া ওষুধ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোদাগাড়ীর পাকড়ির ইউনিয়নের ট্রেড লাইসেন্স নিয়ে নগরীতে চলছে অবৈধ ওষুধ কারখানা। বায়ো হার্বস নামের কম্পানীটি ২০-২৫ টা ওষুধ বাজারজাত করলেও ৪টির অনুমোদন নাই।

এই কারাখানা মালিক এবং তার লোকজন আজ সকালে যুগান্তরের রাজশাহী প্রতিনিধি তানজিমুল হকের ওপর হামলা করে। এ সময় প্রাইভেট কারও ভাংচুর করা হয়। পরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান মারুফের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ আয়ুর্বেদিক ওষুধসহ বিভিন্ন কাগজপত্র জব্দ করেন।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান মারুফ জানান, এই কারখানায় ওষুধের মাণ নিয়ন্ত্রক কর্মকর্তাও নাই। নাই ট্রেড লাইসেন্স। কারখানার কোনো কাগজপত্রও নাই। যেসব কাগজপত্র আছে সেগুলোরও মেয়াদ নাই।

ক্যামিস্ট পদে চাকরি করেন ভূগোল বিষয়ে পড়া এক যুবক। তিনিই ওষুধের মাণ নিয়ন্ত্রণ করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে সাংবাদিক তানজিমুল হকের উপরে ওই কারখানার লোকজনের হামলার ঘটনায় তিনি বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

স/আর