গোদাগাড়ীতে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত

আব্দুল বাতেন, গোদাগাড়ী:

রাজশাহীর গোদাগাড়ীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর নাম আবুল কালাম (৩০)। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

তার বাড়ি গোদাগাড়ীর সীমান্ত এলাকা চর কানাইপাড়া এলাকায়। তিনি ওই এলাকার কদম আলীর ছেলে।

স্থানীয়রা সিল্কসিটি নিউজকে জানান, বৃহস্পতিবার রাতে আবুল কালাম গরু আনতে সীমান্ত পেরিয়ে ভারতে যান। সেখান থেকে ফিরে আসার পথে গোদাগাড়ীর কানাপাড়া সীমান্ত এলাকায় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করে।

এতে আবুল কালাম গুলিবিদ্ধ অবস্থায় আহত হয়ে এপারে ফিরে আসেন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার ব্যভস্থা করা হয়। তবে পথে তিনি মারা যান।

এরপর কালামকে রামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক মর্গে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী থানার ওসি এসএম আবু ফরহাদ সিল্কসিটি নিউজকে জানান, সীমান্ত পেরিয়ে অপর গিয়ে ফেরার পথে বিএসএফ’র গুলিতে নিহত হোন আবুল কালাম।

স/আর