শনিবার , ৭ নভেম্বর ২০২০ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোদাগাড়ীতে বাসের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু

Paris
নভেম্বর ৭, ২০২০ ১২:০১ অপরাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধি:


গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে সাকিব (১৭)  নামের একজন নিহত হয়েছেন। সুলতানগঞ্জ মেলাপাড়ার বাসীন্দা আশরাফুলের ছেলে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহী- চাপাই মহাসড়কের গোদাগাড়ী সরকারি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, গোদাগাড়ী থানার ওসি (তদন্ত) নৃত্য পদ দাস।

জানা যায়, নিহত সাকিব সুলতানগঞ্জ মেলাপাড়া হতে গোদাগাড়ী সদরে যাচ্ছিলেন। রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহীবাস মোটরসাইকেলকে মুখোমুখি হতে চাপা দিয়ে টেনে হেঁচড়ে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। এবং মোটরসাইকেল থাকা অপর আরোহী সুলতানগঞ্জ এলাকার নজরুল ইসলামের ছেলে আরমান কে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসটির চালক ও হেলপার পলাতক রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার পরিদর্শক ( তদন্ত) নৃত্য পদ দাস বলেন, বাসের চালক ও হেলপার পলাতক বাসটি আটক আছে। নিহত লাশটির ব্যাপারে পরামর্শ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান।

সর্বশেষ - রাজশাহীর খবর