গোদাগাড়ীতে বর্ষবরণের নানা আয়োজন

গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে নানা আয়োজনের মধ্যদিয়ে পহেলা বৈশাখ-১৪২৬ বাংলা উদযাপিত হচ্ছে।

রবিবার সকালে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে উপজেলা শহীদ মিনার চত্বর থেকে নির্বাহী অফিসার শিমুল আকতারের সভাপত্বিতে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে।
উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

এসময় মঙ্গল শোভাযাত্রা অংশ নেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী,উপজেলা চেয়ারম্যান ইসহাক, উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সম্ভব্য নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি,পৌর আওয়ামীলীগের সভাপতি অয়েজউদ্দীন বিশ্বাস,সাধারণ সম্পাদক রবিউল আলম, সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) লুৎফর রহমান, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমসহ উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ছাত্রী।

পহেলা বৈশাখের আগের দিন উপজেলাজুড়ে আলোকসজ্জায় সু-সজ্জিত করা, দিবসের শুরুতে বাঙালির ঐতিহ্যবাহী উপকরণ সমূহযুক্ত একটি মঙ্গল শোভাযাত্রা, পান্তা ভাত উৎসব, বাঙালির ঐতিহ্যের বিভিন্ন খাবার উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

 

স/জি