শুক্রবার , ১২ অক্টোবর ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোদাগাড়ীতে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ

Paris
অক্টোবর ১২, ২০১৮ ৩:১১ অপরাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের মুকোমুখি সংঘর্ষে অন্তত ১২জন আহত হয়েছে। আহতদের মাইক্রোবাসের বিভিন্ন অংশ কেটে ভিতর থেকে গুরুতর জখম অবস্থায় বের করা হয়। পরে তাদের গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। শুক্রবার বিকেল তিনটার দিকে উপজেলার অভায়া কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধারে অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বরযাত্রবাহী একটি মাইক্রোবাস পাবনা থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। অন্যদিকে পাথরবোঝাই ট্রাক চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আসছিল। এসময় দুটি গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে বাধে। এতে মাইক্রোবাসের ১২ যাত্রীর মধ্যে ৪ জনই ভিতরে আটকে পড়ে। অন্যরা অক্ষত অবস্থায় বের হয়ে আসে। সবমিলিয়ে ১২ জন আহত হয়।

পরে মাইক্রোবাসের বিভিন্ন অংশ কেটে ভিতরে আটকে পড়াদের উদ্ধার করা হয়।

গোদাগড়াী মডেল থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম জানান, মুখোমুখি সংঘর্ষের ফলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে করে মাইক্রোবাসে থাকা চারজন যাত্রী গুরুতর আহত হোন। তাদের গোদাগাড়ী ৩১ শষ্যা হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আরো অন্তত ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর